শাহ্ আলম ভূঁইয়া, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এক মঞ্চে সকল ধর্মের মানুষের সমন্বয়ে সম্প্রীতি সমাবেশ ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাওয়ার যোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সামাজিক সম্প্রীতি র্যালির মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এ সময় সকল ধর্মের মানুষের হাতে ছিল সম্প্রীতির শ্লোগান সংবলিত প্লে কার্ড।
রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনির সভাপতিত্বে র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, রামগোপালপুর ইউপি সদস্যবৃন্দ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, খ্রিষ্টান মিশনের পুরোহিত, ধর্মযাজক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পুলিশ সহ নানান শ্রেণি পেশার মানুষ ।
এ সময় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, কোনো ধর্মই সংঘাতকে সমর্থন করে না। যারা ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা সংঘাতের সৃষ্টি করে তারা ধর্মের শত্রু। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। এ বন্ধন অটুট রাখার দায়িত্ব আমাদের সকলের।
সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা বলেন, কেউ কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার চেষ্টা করবেন না। সবাই সহ অবস্থানে থাকবেন।ভবিষ্যতে কেউ যদি অন্যায় কাজে লিপ্ত হন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন সর্বদা তৎপর থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, গৌরীপুর উপজেলায় এর আগে কখনো কোনো ধর্মের মানুষের সঙ্গে সংঘাত হয়নি। তাই আমাদের এ উপজেলায় সামাজিক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া কোনো অপশক্তি যেন আমাদের বন্ধন ছিন্ন করতে না পারে এজন্য উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে।
উক্ত সমাবেশে ইমাম,পুরোহিত, ধর্মযাজকগণ একে অপরের হাতে উপহার তুলে দেন।
আর//দৈনিক দেশতথ্য//৫ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post