গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে দ্রুতগামী মোটরসাইকেলের চাপায় খায়রুন্নেছা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনায় নিহত খায়রুন্নেছা গাংনী উপজেলার মাইলমারী গ্রামের চকপাড়ার আব্দুল হকের মেয়ে এবং ভাটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। সে ৩ সন্তানের জননী বলে জানা যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৫/১৬ বছর পূর্বে মাইলমারী থেকে এসে ভাটপাড়াতে বসবাস শুরু করেন খায়রুন্নেছা। বৃহস্পতিবার সকালে ভাটপাড়া আশ্রয়ন প্রকল্পের আবাসিক এলাকায় মেয়ে জামাতার বাড়ি থেকে নিজ বাসভবনে ফেরার পথে কুলবাড়িয়ার দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে খায়রুন্নেছার পা ভেঙে যায় এবং বুকে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সাহারবাটী চারচারা বাজারের সন্নিকটে পৌঁছালে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুলবাড়িয়া-ভাটপাড়া সড়কের নওপাড়া ব্রীজের কাছে মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের শরিফুল ইসলামের ছেলে আসিফ দ্রুতগতিতে একটি মোটরসাইকেলকে ওভারটেক করে এসে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খায়রুন্নেছাকে চাপা দেন। এসময় আশংকাজনক অবস্থায় খায়রুন্নেছাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনায় মোটরসাইকেল আরোহী আসিফ ও আহত হয়েছেন বলে তিনারা জানান।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর//দৈনিক দেশতথ্য//৮ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post