মৌলভীবাজার প্রতিনিধি ।।“সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিকশিক্ষা ব্যুরোর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহীনা আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্তকর্তা শামসুররহমান প্রমুখ ।
উল্লেখ্য, ১৯৬৫ সালের ১৭ নভেম্বও ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষনা করে।ব্যক্তি,গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি নির্ধারণ করা হয়। ১৯৬৬ সালে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করাহয়।
আর//দৈনিক দেশতথ্য//৮ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post