নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রিহান হোসাইন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার(১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারটায় ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের বাগবেড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রিহান হোসাইন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী গ্রামের সোহেল মিয়া ও সেতু আক্তার দম্পতির একমাত্র ছেলে।
শিশু রিহান হোসাইনের মামা সাবেক ইউপি সদস্য শাহাব উদ্দিন বলেন, সকাল ১১ টার দিকে রিহানের মা রিহানকে উঠানে রেখে বাথরুমে গিয়েছিল। বাথরুম থেকে ফিরে এসে রিহানকে খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির সামনে পুকুরে ভাসতে দেখে চিৎকার দেয় রিহানের মা। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে দুপুর ১২ টার দিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিকালে সরেজমিন রিহানের গ্রামের বাড়ী বীরকামট খালী গ্রামে গিয়ে দেখা যায়, রিহানের লাশ দেখতে আত্নীয়-স্বজন, প্রতিবেশীসহ শত শত নারী-পুরুষ ভিড় করেছে।
একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা।
রিহান হোসাইনের দাদা মো.আলী বলেন, রিহান আমার ছেলের ঘরের নাতি। কয়দিন আগে রিহান তার নানার বাড়িতে বেড়াতে যায়। আজ
সকালে নানার বাড়িতে পুকুরের পানিতে ডুবে মারা গেছে রিহান।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১২,২০২২//

Discussion about this post