খুলনা-কলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ, শাড়ি ও কসমটিকস সামগ্রী জব্দ করেছে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পন্য ট্রেন করে পাচার করা হচ্ছিল।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, কলকাতা হতে আগত ‘বন্ধন এক্সপ্রেস ‘ ট্রেনে করে বিপুল পরিমান ভারতীয় পন্য পাচার হচ্ছে। এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম বেনাপোল রেলস্টেশন টার্মিনাল এলাকায় বন্ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ভারতীয় সুরভী জর্দা, ক্লপ জি ফেস ক্রিম, ফেসওয়াশ, নিভিয়া সফট ক্রিম , আমদানি নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট, শাডী়, সিল্ক সুতা জব্দ করা হয়েছে।
আটককৃত পণ্য সমূহ বেনাপোল শুল্ক গুদাম জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৫,২০২২//
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৫,২০২২//

Discussion about this post