সাতক্ষীরার কালিগঞ্জে চুরির ঘটনাকে কেন্দ্র করে শ্যালকের শাবলের আঘাতে সামছুর গাজী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে উত্তর রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন জানান, অনেক আগে থেকে বিভিন্ন কারণে শ্বশুর বাড়ির লোকজনের সাথে বিরোধ ছিল সামছুর গাজীর। গত দুই দিন আগে নিহতের ছেলে মিজান কালিকাপুরে কয়েকটি ঘের থেকে মাছ চুরি করে।এনিয়ে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সামছুর গাজীর শ্যালক ফজের আলী ও ওমর আলী তাদের বাড়িতে যায়। এসময় চুরির বিষয় নিয়ে স্ত্রী’র ভাইদের সাথে সামছুরের পরিবারের লোকজনের মধ্যে মারামারির সৃষ্টি হয়। মারামারির একপর্যায়ে
সামছুর গাজীকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে তার শ্যালক ফজের আলী। গুরুতর আহত অবস্থায় দুপুর ৩ টার দিকে স্থানীয়রা সামছুর গাজীকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া নিহতের স্ত্রী ও ছেলেসহ কয়েকজন ফজের আলীদের আক্রমনে আহত হয়েছে বলে জানান চেয়ারম্যান।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষ্ণনগরে সামছুর গাজী নামে একজন নিহত হয়েছে। হত্যার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৫,২০২২//

Discussion about this post