ঝিনাইদহ প্রতিনিধি ।।ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মহানবী (সাঃ) সম্পর্কে ফেসবুকে কটুক্তি করায় একজন গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গ্রেফতারকৃত মেহেদি হাসান হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফ মন্ডলের ছেলে।
রোববার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান জানায়, গত ১৭ সেপ্টেম্বর হরিণাকুন্ডু উপজেলার সাইদুর রহমান তার ফেসবুক আইডিতে চাচাতো ভাই বোন বিয়ের বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে হাসান মেহেদি নামের এক ব্যক্তি মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তি করে কমেন্টস করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওইদিনই হরিণাকুন্ডু উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরর পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।
মেহেদি হাসান ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকুরি করে। স্বেচ্ছায় এ মন্তব্য করেছে বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে সে।
আর//দৈনিক দেশতথ্য//১৮ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post