ঝিনাইদহ প্রতিনিধি ।। ক্রিকেটার আল আমিন হোসেনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ঝিনাইদহের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে আল আমিনের স্ত্রী ইশরাত জাহান মিশু পরিবার ও এলাকাবাসী।
এতে ব্যানার, ফেস্টুন ও লিফলেট নিয়ে আল আমিনের স্ত্রী মিশুর পরিবারের লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীস বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এসময় শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম হাকিম আহম্মেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন জোয়ার্দ্দার মামুন, সমাজকর্মী খন্দকার ফারুক আহম্মেদ, মিশুর পিতা ছবিবর রহমানসহ নানা শ্রেণী পেশার মানুষ। সেসময় বক্তারা বলেন, আল আমিন দীর্ঘদিন ধরে তার স্ত্রী ইশরাত জাহান মিশু ও দুই সন্তানের উপর নির্যাতন করে আসছে। তার স্ত্রী ও দুই সন্তানের অধিকার ফিরে দেওয়ার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন মামলায় আল আমিনের গ্রেফতার ও শাস্তির দাবি করেন তারা।
আর//দৈনিক দেশতথ্য//১৮ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post