ফরহাদ মিয়া, আত্রাই প্রতিনিধি ।। পড়াশোনা করেছেন মাত্র দাখিল পর্যন্ত। কিন্তু নারী ও শিশু, জটিল রোগ, উপরি সমস্যা, জন্ডিসসহ যে কোনো রোগের চিকিৎসা দিয়ে থাকেন। যেন দেশের নামকড়া ডিগ্রিধারী চিকিৎসকরা তার কাছে ফেল! বলছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পল্লী চিকিৎসক হাফিজুর রহমানের কথা।
সূত্র জানায়, পল্লী চিকিৎসক হাফিজুর রহমান লেখাপড়া করেছেন দাখিল পর্যন্ত। তার বাবা পল্লী চিকিৎসক ছিলেন। সেই সুবাদে বাবার ফার্মেসিতে কাজ করে অভিজ্ঞতার বদৌলতে বনে গেছেন মস্ত বড় ডাক্তার। নারী-শিশুসহ যে কোনো চিকিৎসা দেন তিনি।
উচ্চক্ষমতাসম্পন্ন অ্যান্টিবায়োটিকসহ দামি ওষুধের কল্যাণে রোগীরা সাময়িক আরোগ্য পাওয়াতে চারদিকে ছড়িয়ে পড়ে তার নাম। নামকরা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় লেগেই থাকে তার চেম্বারে। কিন্তু ভুল রোগের ভুল ওষুধ প্রয়োগ ও উচ্চক্ষমতাসম্পন্ন অ্যান্টিবায়োটিক দেয়ায় পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে বিভিন্ন রোগীর নানাবিধ ক্ষতিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পাঁচুপুর গ্রামে গিয়ে দেখা যায়, এক নিভৃত পল্লী। গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করলে গ্রাম্য চিকিৎসকের ঠিকানা দেখিয়ে দেয় তারা। তিনটি কক্ষ নিয়ে তার চেম্বার,তবে প্রেসক্রিপশন ছাড়া অন্য কোথাও তার নাম লেখা নেই। একটিতে হাফিজুর রোগী দেখেন। পাশের কক্ষে থরে থরে সাজানো বিভিন্ন কম্পানির ওষুধ। বাহির কক্ষ একটি চৌকিসহ রুগিদের বিশ্রামাগার। চেম্বারে প্রবেশ করতে চাইলে হাফিজুর পরিচয় জানতে চান। পরিচয় জানার পর চিকিৎসক অনুমতি দেন প্রবেশ করতে।
সেখানে উপজেলার পার-কাসুন্দা গ্রাম থেকে চিকিৎসা নিতে এসেছেন বয়স্ক দম্পতি । রোগীর বয়স আনুমানিক ৬৫ বছর। তাদের সাথে কথা বলে জানা যায়, ২৮ বছর ধরে তিনি চিকিৎসা নিচ্ছেন। এখনো তার রোগ ভালো হয় নাই। সামনে আরো কতদিন চিকিৎসা নিতে হবে আল্লাহ যানে। তার সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, দীর্ঘ ২৮ বছর উপরি সমস্যা আছে। তবে গত ৪ বছর যাবত হাফিজুর ডাঃ কাছে চিকিৎসা নিচ্ছেন তিনি। যখন আসতে পারেন না তখন মোবাইল ফোনে ঝার ফুক নেই এবং বিকাশ করে টাকা পাঠায়।
এছাড়া একই গ্ৰামের আব্দুস সাত্তারের ছেলে শিপন গ্যাস ফ্রম করলে তার মা এখানে চিকিৎসা নিতে আসেন। প্রথমে গ্যাসফ্রমের জন্য ইনজেকশন দেয় আধাঘণ্টা পর ব্যাথা না কমলে এ্যাপেন্ডিসাইটের ব্যাথার কথা বলে আরো ২টি ইনজেকশন দেয়। এইভাবে চলছে তার চিকিৎসা।
আর//দৈনিক দেশতথ্য//১৯ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post