“শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহোর নান্দাইলে ইউনিয়ন পর্যায়ে তারাপাশা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি)সদস্যদের মাঝে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর)সকালে কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবি এইচসি) এর আয়োজনে এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
তারাপাশা কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইউপি সদস্য মোঃ বাদল মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান হুমায়ুন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজিবুর মন্ডল, মুর্শেদ আলী মাস্টার, আবুল কালাম লোকমান হাকিম, মো. বাবুল, আঃ সালাম,আব্দুল মজিদ, মাহতাব উদ্দিন বাচ্চু মড়ল,লাল মিয়া ভূঞা,মোঃ আবু বক্কর সিদ্দিক,মোঃ গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, মোঃ আব্দুল কাদির আকন্দ, মোঃ শহীদ উল্লাহ মোঃ রতন মিয়া, নাদিরা পারভীন, আনোয়ার হোসাইন, ইয়াসমিন আক্তার,এসআইটি মোঃ সোহাগ আকন্দ, মোঃ আব্দুর রাজ্জাক রাজীব, আব্দুল আজিজ, আব্দুল মান্নান শিকদার, রাজিব, মামুন, কবির উদ্দিন, মোঃ কাইউম প্রমুখ।
প্রশিক্ষণ শেষে সকলকে একটি করে কমিউনিটি ক্লিনিক এর মনোগ্রাম সম্বলিত ছাতা উপহার দেওয়া হয়।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২০,২০২২//

Discussion about this post