সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে পায়ে হেঁটে কুড়িগ্রাম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ নিয়ে কুড়িগ্রামে নবগঠিত বাংলাদেশ আদর্শবাদী দল (বিআইপি) এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির চেয়ারম্যান মতিয়ার রহমান। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বর্তমানে দেশের মাঝে ভোট মানে অবিশ্বাস, মারামারি, কাটাকাটি ও নির্বিচারে কিছু মানুষের প্রাণ কেড়ে নেওয়া ছাড়া আর কিছু না। এমতবস্থায় শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। এ জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তার লংমার্চ। সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব চত্ত্বর থেকে তিনি পায়ে হেঁটে লং মার্চ শুরু করেন।
উল্লেখ্য কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মতিয়ার রহমান সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশ আদর্শবাদী দল (বিআইপি) গঠন করেন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২০,২০২২//

Discussion about this post