হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (২০ সেপ্টম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে হালদা নদীতে টহলরত নৌ-পুলিশ নদীর কদুরখিল ও মোহনা এলাকা থেকে জালগুলো উদ্ধার করে।
জানা যায়, নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনের নির্দেশনায় হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাশ মুন্সির হাটের হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ)নিদুল চন্দ্র কপালী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নদীর কদুরখিল ও মোহনা এলাকা থেকে পাতানো অবস্থায় এক হাজার মিটার ঘেরা জাল উদ্ধার করা হয় । তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, হালদা নদীতে এ ধরনের অভিযান ও টহল অব্যহত আছে ভবিষ্যতেও থাকবে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২০,২০২২//

Discussion about this post