কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে চৌড়হাস ৫ নং ওয়ার্ডের বসবাসরত বীর মুক্তিযোদ্ধা জাহানারা বেগমকে সংবর্ধনা দিয়েছে। সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামস তানিম মুক্তি। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ ও দীনা লায়লা, কুষ্টিয়া শহর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক বনানী হাসান। সন্মানীত অতিথি ছিলেন কুষ্টিয়া ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ আফিল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া ৫ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি সানজিদা পারভীন পলি। ৭১ এর রণক্ষেত্রের এই বীর মহিলা মুক্তিযোদ্ধাকে ফুল, উত্তরীয় ও ব্যাচ প্রদান করা হয়।
এসময় কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ এর সৌজন্যে এই মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৩,২০২২//

Discussion about this post