খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়ায় বজ্রপাতে এক বর্গাচাষীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত বিল্লু মঙ্গল দাস (৪০) উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামের মৃত বাবুরাম দাসের ছেলে।
মৃতের পরিবার ও স্থানীয়রা জানান, বিল্লু মঙ্গল দাস পেশায় একজন একজন বর্গাচাষী ছিলেন। তিনি কুলবাড়িয়া মৌজায় বর্গা নেওয়া জমির ধান ক্ষেতে সার প্রয়োগ করছিলেন। এসময় পাশেই আকষ্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এরপর মাঠে থাকা অন্যান্য কৃষকরা ঘটনা আঁচ করতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে
তার মৃত দেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোক-জনকে খবর পাঠায়। পরে পরিবারের
লোকজন স্থানীয়দের সহযোগীতায় তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য পলাশ দাস বজ্রপাতে বর্গাচাষী বিল্লুর মৃত্যুর বিষটি
নিশ্চিত করেছেন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৭,২০২২//

Discussion about this post