
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক জি . এস . অমিত সম্ভাবনাময় তরুন ছাত্র নেতা প্রয়াত হাসান জামান লালনের ২৬ তম মৃত্যু বার্ষিকী ২৯ সেপ্টেম্বর। জানাগেছে, কুষ্টিয়া শহরের বিশিষ্ট সমাজসেবী ও কুষ্টিয়া পৌর এলাকায় মিলপাড়া ওয়ার্ডের সাবেক কমিশনার ও কুষ্টিয়া পৌরসভার সর্বপ্রথম চেয়ারম্যান ম . আ . রহিম আর মাতা জাহানারা রহিমের চার ছেলে মেয়ের মধ্যে হাসান জামান লালন ছিল সর্ব কনিষ্ঠ এবং সকলের খুব প্রিয় ও স্নেহের।
১৯৯৬ সালের ২৯ শে সেপ্টেম্বর এই তরুনের জীবন অবসান ঘটে। ভারতের দার্জিলিংয়ে ভ্রমন করতে গিয়ে টাইগার হিলে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনি নিহত হন । তার স্মৃতি চারণ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তার স্মরণে বাদ আসর আড়য়াপাড়া ছাখাবী মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য পৌরবাসী ও শুভানুধ্যায়ীদের প্রতি তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে ।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৮,২০২২//

Discussion about this post