শ্যামারচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দিরাই উপজেলার চরনারচর ও শাল্লা উপজেলার
আটগাও ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে কর্মী সমাবেশ হয়েছে।
ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ২ (দিরাই শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা
ওই সমাবেশে আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খুরশিদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন আল-কাওসার ও রঞ্জিত দাস রজুর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা
চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. সোহেল
আহমদ, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহা, আওয়ামীলীগের
সাবেক সভাপতি আলতাব উদ্দিন সহ সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সাধারণ
সম্পাদক প্রদীপ রায়, লুৎফুর রহমান এওর মিয়া, জগদিশ সামন্ত, শিবলী আহমদ বেগ,
ইশতিয়াক হোসেন মঞ্জু, আবুল কাশেম আজাদ, এমদাদুল হক, নওশের মনির, জাকির
হোসেন, দেলোয়ার হোসেন, অজয় তালুকদার, শিশির অধিকারী, আশরাফ মনির, আবুবকর
সিদ্দিক ও আজহার উদ্দিন প্রমুখ।
তৃনমুল আওয়ামী লীগের ওই সমাবেশের প্রধান অতিথি ড. জয়া সেনগুপ্ত বলেন, দিরাই-শাল্লা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহারণ। এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন দূর্গাপূজা পালনে ধর্মীয় ভাবগাম্ভীর্য্য বজায় রেখে যেমন তারা পূজা উদযাপন করেন তেমনি অন্যান্য ধর্মের সকলে মিলে তাদেরকে সহযোগীতা করেন। আমাদের সামাজিক সম্প্রীতির এই ঐতিহ্যকে রক্ষা করেই আমরা সম্প্রীতিময়
সমাজকে সমুন্নত রাখতে চাই।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৮,২০২২//

Discussion about this post