যশোরের বেনাপোলে ঢাকা থেকে বেনাপোলগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বালিয়াডাংগা গ্রামের রমজান চৌকিদারের ছেলে আলী হোসেন (৪০) বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনেটি ওই এলাকায় পৌছালে ইচছাকৃতভাবে আলী হোসেন ট্রেন লাইনের উপর শুয়ে পড়ে। এক পর্যায়ে তার শরীরে উপর দিয়ে ট্রেন চলে যায়। এ সময় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেনাপোল রেলস্টেশনের ম্যানেজার শাহিদুজজামান ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয়। রেল পুলিশের একটি টিম ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৮,২০২২//

Discussion about this post