কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.এজাজ আহমেদ মামুন প্রাথমিক শিক্ষায় বিশেষ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুনকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা নিবার্হী অফিসার ( ইউএনও) মো. আব্দুল জব্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন সাধারণ মানুষের সেবায় সর্বদা সচেষ্ট থাকার পাশাপাশি সরকারের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে সকল ইউনিয়ন চেয়ারম্যানদেরকে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৯,২০২২//

Discussion about this post