কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় শহরের মিলপাড়ায় জেলা মহিলা শ্রমিকলীগের কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী।
সভার শুরুতে আলোচনার বিষয় বস্তু নিয়ে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ আলী খান। এছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, আব্দুর রশিদ, হাফিজুর রহমান, সরোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান, হামিদুল ইসলাম, মেহেরুন্নেসা বিউটি, মুসা আলী খান, শাহিনুল ইসলাম লেবু, সহ-সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, আনোয়ার হোসেন, আব্দুল হামিদ, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, ইলিয়াস হোসেন, তরিকুল হাসান মিন্টু, জহির রায়হান, প্রচার সম্পাদক শংকর বিশ্বাস, অর্থ সম্পাদক রেজাউল হক, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক এনামুল হক প্রান, পুনর্বাসন সম্পাদক সরো উদ্দিন, কুমারখালী থানা শ্রমিকলীগৈর সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সাদ্দাম, মিরপুর থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, খোকসা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রানা, শহর শ্রমিকলীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন, মহিলা সম্পাদিকা সুমিত্রা সাহা, হোসনে আরা, সহ ক্রীড়া সম্পাদক শফিউল ইসলাম, নির্বাহী সদস্য হাবিবুর রহমান, শাহ আলম, রবিউল ইসলাম, মোতালেব হোসেন। এসময় জনতা ব্যাংক সিবি এ এ নেতৃবৃন্দ, রূপালী ব্যাংক সিবি এ নেতৃবৃন্দ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের নেতৃবৃন্দ, মহিলা শ্রমিক লীগ, যুব শ্রমিক লীগসহ প্রত্যেক বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সভায় চলতি অক্টোবর মাসের মধ্যে দৌলতপুর শহর শ্রমিক লীগের সম্মেলন, ১২ই অক্টোবর শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ওই দিন সকাল ৯টার সময় বঙ্গবন্ধু সুপার মার্কেট জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী, জেলা প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং যুব শ্রমিক লীগের একটি আহবায়ক কমিটি গঠন ও অনুমোদন এর জন্য প্রস্তাব গৃহীত হয়, এছাড়াও আগামী নভেম্বর মাসের শেষ সপ্তায় বর্ধিত সভা করার সিদ্ধান্ত নেয়া হয় সভা থেকে। আগামী ১২ অক্টোবর শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানের সভাপতি।
দৈনিক দেশতথ্য //এল//

Discussion about this post