বকুল চৌধুরীঃ এবার বোরো’র ধানের বাম্পার ফলনের পর বর্তমানে এবার কুমারখালী উপজেলার কৃষকেরা মহা ধুমধাম রোপা আমন ধানের চারা রোপন করেছে। খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত কুমারখালীতে চলতি ২০২১-২০২২ মৌসুমে ১৩ হাজার ৮৪২ হেক্টর জমিতে রোপার আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র জানায় , উপজেলায় চলতি ২০২১-২০২২ মৌসুমে ১৩হাজার ৮৪২ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্য মাত্রা ধার্য করা হয়েছে।এতে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫হাজার৭৯ মেট্রিক টন চাল। চলতি আষাড় মাসে বৃষ্টিপাত সন্তোস জনক পর্যায়ে রয়েছে ফলে রোপা আমন চাষে এবার কোন সমস্যা হবে না। চলতি জুলাই মাসের ১ম সপ্তাহ থেকে জেলার কৃষকেরা রোপা আমনের চারা রোপন কার্যক্রম শুরু করেছে এবং ইতিমধ্যে ৩৫০ হেক্টর জমিতে চারা রোপন সম্পন্ন হয়েছে বলে জানান, উপজেলা কৃষি অধিদপ্তরের। বর্তমানে রোপা আমন ধানের চারা রোপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা যায়। কুমারখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবাশীষ কুমার দাস তিনি আরও বলেন, উপজেলায় রোপা আমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৩হাজার ৮শ ৪২ হেক্টর জমি কিন্তু ইতিমধ্যে অর্যন হয়েছে ১৪হাজার ১৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে । আবহাওয়া ধানের অনুকুলে থাকলে উক্ত ধান থেকে প্রায় ৫৫হাজার ৭৯ মেট্রিক টন চাল উৎপন্ন সম্ববনা রয়েছে।

Discussion about this post