নির্ভূল জন্ম- মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৬ অক্টোবর)উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলম। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সোহানিয়া বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুদ্দিন মজুমদার,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া সহ উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে শওকত আলম, আলহাজ্ব আবুল মনছুর, আকতার হোসেন খান সুমন, মুজিবুর রহমান মুজিব, হারুনুর রশিদ, নুরুল আহসান লাভু, সালাউদ্দিন চৌধুরী,সরোয়ার মোর্শেদ তালুকদার, মো. শাহেদুল আলম, জয়নুল আবেদীন, মো. সরোয়ার, আব্দুল খালেক, মো. জাহেদ এবং সকল ইউনিয়ন পরিষদ সচিব ও উদ্যোগক্তাগণ উপস্থিত ছিলেন।

Discussion about this post