মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন ওসিল মোল্লা (৪০) আত্মহত্যা করেছে। শনিবার (০৮-সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতের কোন এক সময় নিজ বাড়ির পাশে কাঁঠালগাছের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওসিল মোল্লা গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের বলফিল্ড পাড়ার মৃত শামসুদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, গত ৫-৬ বছর ধরে ওসিল মোল্লা মানসিক ভারসাম্যহীনতাই ভুগছিলেন। সবার চোখ ফাঁকি দিয়ে রাতে বাড়ির পাশের কাঁঠালগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ভবানীপুরের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহির রায়হান জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্যঃ গত ২০বছর আগে ওসিল মোল্লার পিতা শামসুদ্দিন মোল্লাও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল।
জা// দেশতথ্য বাংলা// ৯ অক্টোবর ২০২২//

Discussion about this post