যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে জেলা শহরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। মৌলভীবাজার জেলা শহর ও সম্মেলন স্থলের চারদিকে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। এ উপলক্ষ্যে কেন্দ্রীয ও স্তানীয় যুবলীগনেতাদেও নেতৃত্বে গতকাল (রবিবার) বিকেলে মৌলভীবাজার শহরের বর্নাঢ্য র্যালী বের হয়।
জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যুবলীগের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) অধ্যাপক ড. মো. রেজাউল কবির, উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়জুল হক মুবিন, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ,সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন প্রমুখ। মতবিনিময় সভায় জানানো হয় ১০ই অক্টোবর সকালে মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে জেলা যুবলীগের সম্মেলন।
ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। জেলা শহরের থেকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ৩ শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ব্যানার, ফেস্টুন আর পোস্টার দিয়ে সাজানো হচ্ছে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্পট। পদপ্রার্থী ছাড়াও দলীয় নেতাকর্মীরাও কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের ছবি সম্বলিত ফেস্টুন, ব্যানার ও পোস্টার দিয়ে সাজানো হয়েছে। বর্ণিল সাজে সেজেছে মৌলভীবাজার শহর। সম্মেলনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের উৎসবের আমেজ বইছে।
সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সম্মানিত অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ এমপি, আহমদ হোসেন, মো. শহাব উদ্দিন এমপি, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, প্রধান বক্তা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল, বিশেষ অতিথি নেছার আহমদ এমপি, সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, বিশেষ বক্তা যুবলীগের কেন্দ্রীয় নেতা রফিকুল আলম জোয়ারদার সৈকত, অধ্যাপক ড. মো. রেজাউল কবির, সৈয়দা সানজিদা শারমীন। দীর্ঘ ৫ বছর পর নতুন নেতৃত্ব আসছে মৌলভীবাজার জেলা যুবলীগে। ২০১৭ সালের ৪ঠা মে মৌলভীবাজার জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওই সময় সাবেক সাধারণ সম্পাদক নাহিদ আহমদকে সভাপতি এবং সৈয়দ রেজাউর রহমান সুমনকে সাধারণ সম্পাদক করা হয়। সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জন। জীবনবৃত্তান্ত জমা দানের পর থেকে পদ-পদবি পেতে লবিংয়ে ব্যস্ত রয়েছেন তারা । নেতাকর্মীদের দেয়া তথ্যমতে সভাপতি পদে জীবনবৃত্তান্ত জমা দিছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি মহিউদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, পান্না দত্ত, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, সহ-সম্পাদক সিতার আহমদ, সদস্য মবশ্বির আহমেদ, মতিউর রহমান মতিন। সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, সাংগঠনিক সম্পাদক হোসেন মো. ওয়াহীদ সৈকত, সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যীশু, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, শিল্প ও বাণিজ্য সম্পাদক সৈয়দ নাজমুলর রহমান, অর্থ সম্পাদক সন্দীপ দাস, উপ-দপ্তর সম্পাদক তুষার আহমদ, সহ-সম্পাদক সাদমান সাকিব চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি।
সম্মেলনকে কেন্দ্র করে জেলা শহরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সম্মেলন জেলা শহরের থেকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ৩ শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ব্যানার, ফেস্টুন আর পোস্টার দিয়ে সাজানো হচ্ছে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্পট। পদপ্রার্থী ছাড়াও দলীয় নেতাকর্মীরা ও কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের ছবি সম্বলিত ফেস্টুন, ব্যানার ও পোস্টার দিয়ে সাজানো হয়েছে।
জা// দেশতথ্য বাংলা// ৯ অক্টোবর ২০২২//

Discussion about this post