খুলনার পাইকগাছার বিভিন্ন ইউনিয়নে জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হারুন’র মোটর সাইকেল প্রতীকের পক্ষে নির্বাচনী মত বিনিময় করেছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর নেতৃত্বে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিনব্যাপী উপজেলার গদাইপুর, কপিলমুনি ও লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে খুলনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব শেখ হারুনুর রশীদ’র পক্ষে নির্বাচনী মত বিনিময় করেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দরা সরকারের ধারাবাহিক উন্নয়নের জানান দিয়ে সেই ধারাবাহিকতাকে বজায় রাখতে ১৭ অক্টোবর আসন্ন জেলা পরিষদের নির্বাচনে ধারা বজায় রাখতে আগামী ১৭ অক্টোবর নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে শেখ হারুনকে পুনরায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করার জন্য আহ্বান জানান।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সিনিয়র সহসভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, কাজল কান্তি বিশ্বাস, কে এম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা যুগোল কিশোর দে, নির্মল বৈদ্য, শেখ ইকবাল হোসেন খোকন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দে;শতথ্য//অক্টোবর ১৪,২০২২

Discussion about this post