কুষ্টিয়া জেলা পরিষদের নির্বাচন দৌলতপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান (আনারস প্রতীক) ১৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বি জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহাসিন (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৩৪ ভোট।
অপরদিকে সাধারণ সদস্য পদে অর্থের কাছে পরাজিত হয়েছেন দৌলতপুর ছাত্রলীগের সাবেক সভাপতি ও দৌলতপুর যুবলীগের সাধারণ সম্পাদক ত্যাগী নেতা আব্দুল কাদের। অর্থ নিয়ে ভোট কেনা বেচা হওয়ার কারণে কুয়েত ভিত্তিক দাতা সংস্থা আল সালেহ্ লাইফ লাইনের কো-অর্ডিনেটর আলহাজ্ব মো. হুমায়ুন কবীরের কাছে তিনি পরাজিত হোন।
আর এ অর্থ লেনদেনের সাথে দৌলতপুরের ছোট-বড় সব জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা ছিল বলে পরাজিত প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলে জানিয়েছেন।
কুয়েত ভিত্তিক দাতা সংস্থা আল সালেহ্ লাইফ লাইনের কো-অর্ডিনেটর আলহাজ্ব মো. হুমায়ুন কবীর (ক্রিকেট ব্যাট প্রতীক) ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বি দৌলতপুর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের (তালা প্রতীক) পেয়েছেন ৩৭ ভোট। এছাড়াও জেলা পরিষদের সাবেক সদস্য আসাদুজ্জামান চৌধুরী লোটন (ঘুড়ি প্রতীক) পেয়েছেন ১৮ ভোট এবং আব্দুল কাদের মহুরী (টিউবয়েল প্রতীক) পেয়েছেন ১ ভোট। সংরক্ষিত নারী সদস্য পদে জেলা পরিষদের সাবেক সদস্য মায়াবী রোমান্স মল্লিক (হরিণ প্রতীক) পেয়েছেন ১২০ভোট। নিকটতম প্রার্থী মাইক প্রতীক পেয়েছেন ৩৪ ভোট, বই প্রতীক পেয়েছেন ২৪ ভোট, ফুটবল প্রতীক পেয়েছেন ৬ ভোট এবং দোয়াত প্রতীক পেয়েছেন ১জন। বাতিল হয়েছে ১ ভোট। উৎসব মুখল পরিবেশে গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। ইভিএমএ ভোট গ্রহণ করা হয় এবং ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রাখা হয়।
এবি//দৈনিকদেশতথ্য//অক্টোবর ১৭,২০২২//

Discussion about this post