ফরম ফিলাপ করে বাড়ী ফেরা হলো না দুই বান্ধবীর
কুষ্টিয়ায় খানাখন্দে ভরা সড়কের উপর একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০ যাত্রী। সোমবার দুপুরের দিকে সদর উপজেলার শহরতলী মঙ্গলবাড়ীয়া বাজারের আকবর অয়েল মিলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
নিহত দুই কলেজ শিক্ষার্থীরা হলো কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা গ্রামের মীর পাড়া এলাকার আব্দুল আজিজের মেয়ে এবং রুসনা খাতুন (১৮) ও একই এলাকার জাহিদুল ইসলামের মেয়ে যুথি খাতুন (১৮)। তারা দুজনেই কুষ্টিয়া সিটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল আলীম বলেন, কুষ্টিয়া থেকে প্রাগপুরগামী জামান এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সড়কের উপর আছড়ে পড়ে বাসটি উল্টে যায়।
“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।“
নিহতের প্রতিবেশী বনি ইসরাইল জানান, তারা দুইজন ঘনিষ্ট বান্ধবী ছিলো। দুইজন এক সাথে সকালে কজে গিয়ে এইচএসসির ফরম ফিলাপ করে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রাগপুরগামী একটি বাসে করে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে শহরতলীর মঙ্গলবাড়ীয়ায় সড়ক দুর্ঘটনায় তাদের দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, দুইজনের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, স্থানীয়রা অভিযোগ করে বলেন, কুষ্টিয়া শহরের মজমপুর থেকে বারখাদা ত্রিমোহনী ৫ কিলোমিটার ফোরলেন সড়কের নির্মাণ কাজ দীর্ঘদিনেও সম্পন্ন না হওয়ায় প্রতিনিয়ত ভোগান্তীতে পড়েতে হচ্ছে এই সড়ক দিয়ে চলাচলকারীদের। অথচ কর্তৃপক্ষের কোন ভ্রুক্ষেই নেই সড়ক সংস্কার করার। সড়কের একপাশে ধীরে ধীরে পিচঢালা হলেও আরেকপাশের সড়কে খানাখন্দ আর ছোট বড় গর্তে চালাচল যেন দায় হয়ে পড়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৭,২০২২//

Discussion about this post