মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী বেসরকারি ভাবে মৌলভীবাজার সদর উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন হাসান আহমেদ জাবেদ। হাসান আহমেদ জাবেদ ও অপর প্রার্থী আতাউর রহমান সমান সংখ্যক ৮০ ভোট পেলে লটারীর মাধ্যমে তিনি বিজয়ী হন হাসান আহমেদ জাবেদ।
জেলার কমলগঞ্জে অধ্যক্ষ হেলাল উদ্দিন,কুলাউড়ায় বদরুল আলম নান্নু,জুড়ীতে বদরুল ইসলাম, বড়লেখায় আজিম উদ্দিন, রাজনগরে জিয়াউর রহমান জিয়া ও শ্রীমঙ্গলে বিনা প্রতিদ্বন্ধিতায় মশিউর রহমান রিপন বিজয়ী হয়েছেন।
সংরক্ষিত নারী আসনে মৌলভীবাজার সদর-রাজনগর থেকে নির্বাচিত হয়েছেন রাকিবা সুলতানা তালুকদার । শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসন থেকে নির্বাচিত হয়েছেন হেলেনা চৌধুরী। বড়লেখা-জুড়ী-কুলাউড়া আসনে নির্বাচিত হয়েছেন শিরিন আক্তার চৌধুরী মুন্নী ।
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে গতকাল সোমবার ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে ইভিএমে শুরু হয় ভোট গ্রহণ। চলে বেলা ২টা পর্যন্ত । পরে ভোট গণনা করা হয়।
ইতোমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী মিছবাহুর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৭টি সাধারণ ওয়ার্ডে ২১ জন এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
জেলার ৭টি কেন্দ্রে মোট ভোটার ৯৫৬ জন। মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা ভোটাধিকার প্রয়োগ করেন।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৯,২০২২//

Discussion about this post