হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে মোট সাড়ে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(২০ অক্টোবর)দুপুরের পর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে উপজেলার সরকারহাট বাজারে এই অভিযান চালানো হয়।
সূত্রে জানা যায়, উপজেলার সরকারহাট বাজার হতে নাঙ্গলমোড়ামুখী রোডের ২ পাশের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় ২২ দোকানী’কে ১১,৫০০ টাকা জরিমানা করা হয়। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ গরুর মাংসের দোকানে মূল্যতালিকা সংরক্ষণ না করায় দুই ব্যবসায়ী’কে ৮,০০০ টাকা এবং জন্মনিবন্ধন ফরম পূরণ করে অতিরিক্ত অর্থ আদায়ের কারণে একটি কম্পিউটার দোকানীকে ১০০০ টাকা জরিমানা ও আফ্রিকান মাগুর বিক্রয়কালে এক ব্যবসায়ীকে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ ২০০০ টাকা জরিমানা করা হয়।
সবমিলিয়ে ২৬ মামলায় ২৬ জন অভিযুক্তকে মোট ২২,৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা মৎস কর্মকর্তা নাজমুল হুদা, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন খান উপস্থিত ছিলেন । অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানার পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. শাহিদুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জা// দৈনিক দেশতথ্য// ২০ অক্টোবর ২০২২//

Discussion about this post