টাঙ্গাইলের মির্জাপুরে তিন দিনেও শিশুপুত্র নুরুল ইসলাম (৯) এর সন্ধান করতে পারেনি পুলিশ। শিশুপুত্র নুরুল ইসলাম নিখোঁজ হওয়ার পর সন্দেহের তীর যাচ্ছে তার সৎ ভাই-বোনের দিকে। গত বুধবার (১৯ অক্টোবর) মির্জাপুর উপজেলার ১০ নম্বর গোড়াই ইউনিয়নের মীল দেওহাটা গ্রামের আমান উল্লাহর ইটভাটার সামনে থেকে নুরুল ইসলাম রহস্য জনক ভাবে নিখোঁজ হয়। ছেলেকে ফিরে পাবার আশায় তার মা মিনি বেগম মির্জাপুর থানায় সাধারণ ডায়রী করেছেন। ছেলেকে না পেয়ে বার বার মুর্ছা ও কান্নায় বেঙ্গে পরেছেন মিনি বেগম।
আজ শুক্রবার (২১ অক্টোবর) মির্জাপুর থানায় সাধারণ ডায়রী সুত্রে জানা যায়, নুরুল ইসলামের পিতার নাম মোসলেম খান। মোসলেম খানের সৎ পুত্র নুরুল ইসলাম। নুরুল ইসলামের নানা বাদশা মিয়া জানান, তার মেয়ের জামাই সোমলেম খানের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তার মেয়ে মিনিকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। প্রথম স্ত্রীর ঘরে দুই পুত্র ও চার কন্যা রয়েছে।
গত ১৯ অক্টেবার বুধবার বেলা এগাটার দিকে তার নাতী নুরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে পাশেই আমান উল্লাহর ইটভাটার সামনে খেলতে যায়। এরপর আর বাড়ি ফিরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান না পেয়ে মির্জাপুর থানায় সাধারণ ডায়রী করেছেন তার মেয়ে মিনি বেগম। ঘটনার তিন দিন পরও পুলিশ নিখোঁজ শিশুপুত্র নুরুল ইসলামের সন্ধান করতে পারেনি। ছেলেকে না পেয়ে বার বার মুর্ছা যাচ্ছেন মিনি বেগম।
এদিকে শিশুপুত্র নুরুল ইসলামরে মা মিনি বেগম ও তার নানা বাদশা মিয়ার অভিযোগ, সম্পত্তির লোভে তার সৎ ভাই-কোন নুরুল ইসলামকে নিখোঁজ করেছে। যে কোন উপায়ে শিশুপুত্র নুরুল ইসলামকে খুঁজে বের করার জন্য তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন খান বলেন, শিশুপুত্র নুরুল ইসলাম নামের নিখোঁজের একটি অভিযোগপত্র মির্জাপুর থানা থেকে পাওয়া গেছে। তাকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে তথ্য প্রুক্তি ব্যবহার করে অভিযান চলেছে। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
জা//দৈনিক দেশতথ্য// ২১ অক্টোবর ২০২২//

Discussion about this post