কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে রবিবার সকাল ১১ টার সময় সাবেক খাদ্য প্রতিমন্ত্রী মরহুম কোরবান আলীর বাস ভবন সংলগ্ন পার্টি অফিস চত্বরে ২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হুদার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল।
আর উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন পেয়ার, জাতীয় যুব সংহতির সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক নূরুন নবী, ফারুক হোসেস সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী।
প্রধান অতিথি শাহরিয়ার জামিল জুয়েল তার বক্তব্যে উপজেলা দিবস সম্পর্কে আলোচনা করেন। আলোচনায় তিনি বলেন,২৩ অক্টোবর স্থানীয় সরকার অধ্যাদেশ ১৯৮২ এর মাধ্যমে উপজেলা ব্যবস্থা চালু হয় । কেন চালু করেন সে সম্পর্কে তিনি বলেন, জাতীয় পার্টির মূল স্লোগান হল ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। গ্রামে বসবাস করে আমার দেশের কৃষক, শ্রমিক, তাতী, জেলে। তারাই আমাদের বাংলাদেশের মূল চালিকা শক্তি। তাদের যেন কষ্ট না হয়, তাদের জীবন মান যেন উন্নত হয়। গ্রামের মানুষ যেন শহরের ছোঁয় পাই এবং সাধারণ মানুষকে যেন সকল কাজে জেলায় না যেতে হয় তাই উপজেলা ব্যবস্থা চালু করেন। সে সাথে পশু হাসপাতাল, মানুষের জন্য উপজেলা পর্যায়ে হাসপাতাল স্থাপন করেন। একই সময়ে তিনি যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নের জন্য এল জি ডি ব্যবস্থা চালু করেন। সে সময় বিরোধী দলে থাকা আওয়ামীলীগ ও বি এন পি এই সকল ব্যবস্থার বিরুদ্ধে কাজ করেছেন। কিন্তু সকল ব্যবস্থার সুফল এখন তারাও ভোগ করছে। এ সময় তিনি আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের কাছে আহ্বান করেন।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২৪,২০২২//

Discussion about this post