মেলান্দহে হাজরাবাড়ী পৌরসভা ও দুই ইউপি নির্বাচন ঘিরে এলাকা জুড়ে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রার্থীদের পক্ষে দুপুর থেকে শুরু করে রাত আটটা-নয়টা পর্যন্ত উচ্চ শব্দে মাইকিং চলছে। দিনভর মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ এইচএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের সমস্যার কথা ভেবে সন্ধ্যার পর মাইকিং বন্ধ অথবা সীমিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরীক্ষার্থী ও অভিভাবকেরা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২নভেম্বর হাজরাবাড়ী পৌরসভা, ৬নং আদ্রা ইউনিয়ন ও ৮নং ফুলকোচা ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রার্থীরা রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে প্রচারণামূলক গান ও স্লোগান প্রচার করছেন। এসব ভ্রাম্যমাণ মাইকের লাগাতার শব্দে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীরা। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মাইকিং করে প্রচারণা চালানোর নিয়ম থাকলেও, সেটি মানা হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা।
আশরাফুল ইসলাম নামের এক পরিক্ষার্থী বলেন, আর মাত্র কয়েকদিন পরেই পরিক্ষা। এই সময় মাইক বাজানোর জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে। ঠিক ভাবে পরিক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারছি না।
মনির হোসাইন নামে আরেক পরিক্ষার্থী জানান, দুপুর থেকে শুরু করে রাতের ৮টা-৯টা পর্যন্ত মাইকিং চলে। এভাবে মাইকিংএর ফলে পরিক্ষার প্রস্তুতি গ্রহনে ব্যাঘাত ঘটছে। যদি সীমিত পরিসরে প্রচার করা হতো তাহলে আমাদের পরিক্ষার্থীদের জন্য সুবিধা হতো।
কয়েকজন অভিভাবক জানান, এভাবে দিনরাত মাইক বাজানোর কারণে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরীক্ষার্থীদের সমস্যার কথা ভেবে প্রার্থীদের সন্ধ্যার পর মাইকিং বন্ধ অথবা সীমিত করার জন্য দাবি জানান তাঁরা।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বতন্ত্র মেয়র প্রার্থী বলেন, পরীক্ষার্থীদের কথা বিবেচনায় এনে মাইকের মাধ্যমে সন্ধ্যার পর যতটুকু প্রচার না করলেই নয়, ঠিক ততটুকুই করা হচ্ছে। সন্ধ্যার পর থেকে সীমিত পরিসরেই মাইকিং করা হচ্ছে।
এবিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ বলেন, ৮টার পরে প্রচারণা চলে এরকম কেও বলে নাই আমার কাছে। যদিও কেও জানায় নাই আমাকে এখন যেহেতু বিষয়টি শুনলাম আমি দেখি এই বিষয়ে কিভাবে ব্যাবস্থা নেয়া যায়। এই বিষয়ে সচেতন করবো সবাইকে। সামনে এইচএসসি পরিক্ষার। যেহেতু নির্বাচন চলে আসছে কাছাকাছি তারপরও যতটুকু সহনশীলতার মধ্যে করা যায় সেটি বলে দিবো।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২৪,২০২২//

Discussion about this post