কমিউনিটি পুলিংয়ের মুলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র-এই প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার (২৯ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে কমিউনিটি পুলিংশ ডে উদযাপন হয়েছে। মির্জাপুর থানা এবং উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগ্যে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভার এায়াজন করা হয়। সকালে মির্জাপুর থানা চত্তর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে মির্জাপুর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মির্জাপুর সরকারী সরকারী কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা রবি মিলনায়তনে আলোচনা সবার আয়োজন করা হয়।
মির্জাপুর উপজেলা শাখা কমিউনিটি পুলিশের সভাপতি ও মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, কমিউনিটি পুলিশের মির্জাপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান এবং প্রধান শিক্ষক খোরশেদ আলম প্রমুখ।
জা// দৈনিক দেশতথ্য// ২৯ অক্টোবর, ২০২২//

Discussion about this post