নেছারাবাদ উপজেলার ইসরাত জাহান(১০) নামে চতুর্থ শ্রেণীর এক শিশু ছাত্রী বাসা থেকে বিদ্যালয় গিয়ে গত তের দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ইসরাত জাহান উপজেলার ৩নং স্বরূপকাঠি ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের তানিয়া আক্তারের মেয়ে। শিশু ছাত্রী ইসরাত ওই ওয়ার্ডের তার আপন খালার বাসায় থেকে লেখা পড়া করত। মেয়েটি উপজেলার জগন্নাথকাঠি গ্রামের দক্ষিন পূর্ব জগন্নাথকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেনীতে পড়াশুনা করে। সে গত গত ২০ অক্টোবর সকাল ১১.০০ টার সময় স্কুলের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি। তার খালা,খালু ইসরাতকে অনেক খোজাখুজির পর না পেয়ে বুধবার নেছারাবাদ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। নেছারাবাদ থানার দায়েরকৃত ডায়েরী নং- ৮১।
নিখোঁজ ইসরাতের খালা সোনিয়া বেগমের দায়েরকৃত ডায়েরী থেকে জানাযায় তার ছোট বোন মোসাঃ তানিয়া আক্তার কর্মের তাগিদে বিদেশ থাকেন। তাই তার মেয়ে মোসাঃ ইসরাত জাহানকে শিশুকাল হতেই সোনিয়া বেগম লালন পালন করে আসছেন।
সোনিয়া বেগম জানান তার দুলা ভাই বোনকে ছেড়ে অন্যত্র বিয়ে করেছেন। এরপর সে জীবিকার তাগিদে মেয়েটিকে আমার কাছে রেখে বিদেশে কাজ করছেন।
এ ব্যাপারে দক্ষিন পূর্ব জগন্নাথকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল আমীন বলেন, ইসরাত আমার বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। মেয়েটি নিয়মিত বিদ্যালয়ে আসে। হটাৎ এক ব্যক্তি এসে ইসরাতের বাবা পরিচয় দিয়ে কিছু সময়ের জন্য মেয়েটিকে নিয়ে গেছে। মেয়েটি বর্তমানে কোথায় আছে তা নিয়ে আমাদেরও চিন্তা হচ্ছে।
জা// দৈনিক দেশতথ্য// ২ নভেম্বর, ২০২২//

Discussion about this post