সংবাদ সম্মেলন করে কুষ্টিয়া জেলা আওয়াম লীগের নেতৃবৃন্দকে তুলোধুনা করেছেন নব নির্বাচিত এক উপজেলা চেয়ারম্যান। তার নাম বাবুল আখতার। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুষ্টিয়ার খোকসা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তিনি খোকসা উপজেলা আওয়ামী লীগেরও সভাপতি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খোকসা শহরে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। ওই সংবাদ সম্মেলনে তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ মো: সদর উদ্দিন খানসহ দলের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেছেন।
আগের দিন বুধবার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী প্রায় ৭ হাজার ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান খোকনকে পরাজিত করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, তার দুই ভাই ও খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্তসহ দলের কয়েকজন নেতা তাকে নির্বাচনে হারানোর জন্য মরিয়া হয়ে মাঠে নামেন। ওই নেতারা স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান খোকনের ঘোড়া প্রতিকে ভোট দেওয়ার জন্য দলের নেতা-কর্মীদের ওপর চাপ সৃষ্টি করেন।
এ সময় বাবুল আখতার জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খানের বিরুদ্ধে চরম বিষোদগার করে বলেন, তিনি এখন আর আওয়ামীলীগের সভাপতি নন তিনি ঘোড়া লীগের সভাপতি। সদর উদ্দিন খানসহ অন্য নেতারা কেবল নৌকা প্রতিকের বিরোধিতায় করেননি, একই সঙ্গে দলের নেতাকর্মীদের ওপর হামলাও করেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাবুল আখতার বলেন, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জকে স্থানীয় রাজনীতি থেকে বিতাড়িত করার জন্যই সদর উদ্দিন খান উঠে-পড়ে লেগেছেন। জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খানসহ স্থানীয় কয়েকজন নেতা উপজেলা নির্বাচনে তাঁর বিপক্ষে অবস্থান গ্রহণ করার বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করেছেন।
সংবাদ সম্মেলনে খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম বাবলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাহেব আলী, খোকসা ইউনিয়নের চেয়ারম্যানবীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আমবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আকমল হোসেন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ রাজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে অভিযোগের ব্যাপারে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান বলেন, নির্বাচনে নৌকার প্রার্থী জয়লাভ করেছে এটাই আসল কথা। এ নিয়ে কে কি বলল তাতে কিছু যায় আসেনা। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত বলেন, বাবুল আখতারে বক্তব্য বানোয়াট ও ভিত্তিহীন। নির্বাচনে তিনি সার্বক্ষণিক বাবুল আখতারের পক্ষেই কাজ করেছেন বলে দাবি করেন।
জা// দৈনিক দেশতথ্য// 3 নভেম্বর, ২০২২//

Discussion about this post