কুষ্টিয়া প্রতিনিধিঃ ‘ উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়াম প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
এর পর বিকেলে চারটি প্যাভিলিয়নে উপজেলার প্রায় ৪০ টি দপ্তরের উদ্ভাবনী স্টল প্রদর্শণ শেষে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন, উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরে আলম সিদ্দিক, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post