সুদীপ্ত শাহীন, লালমনিরহাট:
জেলার বিএনপির সভাপতি , রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে পুনরায় দুদকের মামলাটির বিচার কার্যক্রমের শুরুর নির্দেশ দিয়েছে আদালত।
প্রায় ১২বছর আগে মামলাটি দায়ের হয়।হাইকোর্টের দ্বাস্থ হলে স্থগিতাদেশ দেয়। পুনরায় সেই মামলটি চালুর নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আগামী ১বছরের মধ্যে মামলাটি বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলাটির ওপর জারিকৃত রুল খারিজ করে গতকাল সোমবার (৭ নভেম্বর)বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ খুরশীদআলম খান। অন্যদিকে দুলুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুররাজ্জাক খান।
এর আগে দুলুর বিরুদ্ধে দুদক ২০০৯ সালের ২১ জানুয়ারি লালমনিরহাট সদরথানায় মামলা দায়ের করা হয়। মামলায় ১কোটি ৬১লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ মামলায় একই বছরে দুদক চার্জশিট দাখিল করে। এরপর মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট ২০১০ সালে ২৫ আগস্ট মামলাটির বিচারিক কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। সেই থেকে এ মামলাটি বিচার কার্যক্রম বন্ধ হয়ে পড়েছিল। ক্ষমতায় থাকা কালে তার বিরুদ্ধে সরকারি অর্থ টিআর, জিআর ,কাবিটা , কাবিখা লুটপাটের অভিযোগ ছিল। ছিল অগ্নি সন্ত্রাসসহ নানা অপকর্মের অভিযোগ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post