রাশেদুজ্জামান,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় সুদের টাকা আদায়ের দাবিতে শেফালী বেগম (৫০) নামে এক গৃহবধুকে অপহরণের অভিযোগ উঠেছে।
গৃহবধু শেফালী বেগম উপজেলার সাং নামা কুজাগারী বর্তমান সাং আরজি নওগাঁ জৈনক জাইদুল ইসলাম এর বাসার ভাড়টিয়া।
মঙ্গলবার (৮ নভেম্বর) সদর উপজেলার খাস নওগাঁ এলাকার সুদখোর সুমি আক্তার (৩৫) গৃহবধু শেফালীকে তার ভাড়া বাসা থেকে টাকা লেন দেন হিসাব করার অজুহাতে অপহরণ করে নিয়ে যায় এবং বেধর মারধর করা হয়েছে বলে জানান নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভুগি গৃহবধু। খবর পেয়ে রাতে নওগাঁ সদর থানা পুলিশ পার্শ্ববর্তী খাস নওগাঁ এলাকা থেকে গৃহবধুকে উদ্ধার করে।
এ ব্যাপারে গৃহবধুর ছেলে সানোয়ার বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিশ ও ভুক্তভুগি শেফালীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ বছর আগে সুমি আক্তারের কাছ থেকে চরা সুদে ৫০ হাজার টাকা দাদন গ্রহণ করেন। গত ৩ বছর আগে ১৮ হাজার টাকা সুদ এবং আসল সহ ১লক্ষ টাকা ফেরত দেয়া হয়। এখন হটাৎ করে ৮০হাজার টাকা দাবি করেন।টাকা পরিশোধে ব্যর্থ হলে গৃহবধুকে অপহরন এলোপেতারি মারধর করে প্রান নাশের হুমকি দিয়ে নগত ১০,০০০ টাকা ও ১১ আনা ওজনের স্বর্নের চেইন জোর পূর্বক ছিনিয়ে নেয়।
খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে গৃহবধুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।তদন্ত কারি অফিসার এ.এস. আই রাশেদ জানান, গ্রহবধু শিকার করেছে দাদনের টাকা নিয়েছিল এটা সত্য এবং তাকে মারধর করা হয়েছে সত্য । আমরা এ বিষয়ে আরও তদন্ত করবো কারা কারা এ বিষয়ে জরিত তাদেরকে আইনের আওতায় আনা হবে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফাইসাল বলেন, এ ব্যাপারে অপহরণের একটি থানায় লিখিত অভিযোগ হয়েছে। অপহরণকারীকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post