সরকারের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরিতে খুলনা বিভাগে প্রথম হয়েছেন কুষ্টিয়ার নাজমুন নাহার রিনা।
গত বুধবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ অর্জনের জন্য সার্টিফিকেট, ক্রেস্ট, উত্তরীয় ও নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নাজমুন নাহার রিনা কুষ্টিয়া সদর উপজেলার থানাপাড়া এলাকার ইসমাইল হোসেনের মেয়ে। তিনি কুষ্টিয়া শহরের আপন বুটিকসের স্বত্বাধীকারী।
কুষ্টিয়া সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন বলেন, ‘কুষ্টিয়ার নাজমুন নাহার রিনা খুলনা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। এটি কুষ্টিয়ার নারীদের জন্য দারুণ এক অনুপ্রেরণা। এ জন্য তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপন বুটিকস পরিচালনার পাশাপাশি এখনো তিনি নারীদের জন্য কাজ করে যাচ্ছেন।’
অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে সংগ্রামী জীবন ও আপন বুটিকস প্রতিষ্ঠায় একজন নারীর ত্যাগ, শ্রম ও কষ্ট অন্যান্য নারীর সামনে অনন্য দৃষ্টান্ত। ইচ্ছেশক্তি আর প্রবল স্বপ্ন থাকলে কিভাবে পিছিয়ে পড়া একজন নারী সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তার উজ্জ্বল উদাহরণ নাজমুন নাহার রিনা।
এ বিষয়ে নাজমুন নাহার রিনা বলেন, ছোটবেলায় থেকে খুব কষ্টে বেড়ে ওঠা। তবে ছোটবেলা থেকেই হাতের কাজ ভালো লাগতো বলেই সেলাইসহ নকশী কাঁথার কাজ করে আসছেন। এভাবেই আরও নারীদের প্রশিক্ষণ দিয়ে তিনি তাদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিজের ভাগ্যও পরিবর্তন করতে সক্ষম হয়েছে। মানুষের চিন্তা-ভাবনা ছিল অনগ্রসর। প্রচলিত ছিল বাল্য বিবাহ, পর্দা প্রথা ছিল সক্রিয়। নারীদের প্রতি গ্রামীণ সমাজের দৃষ্টিভঙ্গি ছিল রক্ষণশীল।
এদিকে তিনি অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরিতে খুলনা বিভাগে কুষ্টিয়ার নাজমুন নাহার রিনা খুলনা বিভাগে প্রথম হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বা//দৈনিক দেশতথ্য// ১১ নভেম্বর২০২২

Discussion about this post