কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মিঠু শেখ (২৪) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে ঘাড় কেটে নির্মমভাবে হত্যা করে। এই অভিযোগে চার আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়ার বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সিকাড়া গ্রামের সাইফুর রহমানের ছেলে সৌরভ মিয়া (৩৬), একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের আব্দুল আজিজ মোল্লার ছেলে জিল্লুর রহমান (৩০), দলিল উদ্দিনের ছেলে তারেক শেখ ওরফে মধাব (৩০) ও মাহফুজুর রহমানের ছেলে জাহিদ খাঁ (৩০)। রায় ঘোষণার সময় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি সৌরভ বর্তমানে পলাতক রয়েছেন।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আ
দালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মিঠু শেখকে পূর্ব পরিকল্পিতভাবে ঘাড় কেটে নির্মমভাবে হত্যা করে আসামিরা। ২০১১ সালের ৩১ অক্টোবর বিকাল ৪ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাদীপুর ইউনিয়নের গোবিন্দপুরচরে পদ্মা নদীর পাড় থেকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার তেঁতুলিয়া গ্রামের হাশের শেখের ছেলে মিঠু শেখ (২৪) মরদেহ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানার এসআই লিয়াকত আলী বাদি হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ৩১ জানুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক আসামিদের শাস্তির এ আদেশ দেন।
বা//দৈনিক দেশতথ্য// ১১ নভেম্বর২০২২

Discussion about this post