শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় উপজেলায় নতুন ভোটার সংখ্যা বেড়েছে ১২ হাজার ৮৯৫ জন। যার মধ্যে পুরুষ ৬ হাজার ৬৬১ জন ও নারী ৬ হাজার ২৩৪ জন।
গত ২৫ সেপ্টেম্বর থেকে চলতি মাসের ৭ নভেম্বর ২০২২ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের কাজ করা হয়। নতুন তালিকায় যাদের জন্ম পহেলা জানুয়ারি ২০০৭ এর পূর্বে তাদের নিবন্ধন করানো হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদ জানান, নতুন ভোটার তালিকা হালনাগাদের পর উপজেলার মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯০৮ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে পুরুষ ১ লাখ ২০ হাজার ৮৯৫ জন ও নারী ভোটার ১ লাখ ১৮ হাজার ১৩ জন। এছাড়া নতুন ভোটারদের মধ্যে যাদের জন্ম পহেলা জানুয়ারি ২০০৫ এর পূর্বে তারা সবাই আগামী নিবার্চনে ভোট দিতে পারবেন। বাকিদের প্রত্যেকেই জাতীয় পরিচয়পত্র পাবেন বলেও জানান তিনি।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, হালনাগাদ তালিকায় যদি কেউ বাদ পড়ে থাকেন তারা অফিসিয়াল আবেদনের মাধ্যমে ভোটার হতে পারবেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post