ইবি প্রতিনিধি : কুষ্টিয়ায় নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কির ভিতরে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন হরিনারায়নপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের আমির মন্ডলের ছেলে আবদুল হান্নান (৩২) ও একই গ্রামের পবনের ছেলে শাকিল (২১)। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে হরিনারায়ণপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের জনৈক বক্কর কসাইয়ের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিং খোলার জন্য প্রথমে হেলপার শাকিল সেপটিক ট্যাংকের মধ্যে নামেন। বেশ কিছুক্ষণ তার কোন সাড়াশব্দ না পেয়ে রাজমিস্ত্রি আবদুল হান্নান তাকে খোঁজার জন্য সেপটিক ট্যাংকের ভিতরে নামেন। অনেকক্ষণ তাদের কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা সেপটিক ট্যাংকের মধ্যে নেমে দেখেন দুজনই অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। সংজ্ঞাহীন অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে দমবন্ধ হয়ে তাদের দু’জনের মৃত্যু হয়েছে।

Discussion about this post