রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি:জামালপুরের ইসলামপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলার বাদীকে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ধর্ষণ মামলার আসামি ও এক যুবলীগ নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার (১৬ নভেম্বর) রাতে ইসলামপুর থানায় যুবলীগ নেতা ও মামলার আসামির নামে সাধারণ ডায়েরি (জিডি) করেন ধর্ষণ মামলার বাদী।
ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা লেবু ও তাঁর ভাই ধর্ষণ মামলার আসামি সুরুজ্জামান।
জিডি সূত্রে জানা যায়, গত বছরের ৭ জুন ইসলামপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ধর্ষণের শিকারের ওই নারী মা বাদী হয়ে। মামলাটি আদালতে চলমান রয়েছে। মামলা দায়ের পর থেকে আসামি সুরুজ্জামান ও তাঁর ভাই মাসুদ রানা লেবুসহ পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছেন।
আরো জানা যায়, ধর্ষণ মামলার আসামি ও তাঁর লোকজন বাদীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে । বাদীর ছেলের নামে আসামিরা মিথ্যা মামলা দিয়েছেন। মামলা তুলে না নিলে আরো মিথ্যা মামলা দেয়া হবে বলে হুমকি দিচ্ছেন আসামি ও তার পরিবারের লোকজন।
ধর্ষণ মামলার বাদী বলেন,’আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে সুরুজ্জামান। পরে ইসলামপুর থানায় মামলা দায়ের করি। মামলা করার পর থেকেই সুরুজ্জামান তাঁর ভাই মাসুদ রানা লেবু মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। তাঁরা বলে যে আমরা আওয়ামী লীগের লোক তোদেরকে মেরে ফেললও কিছুই হবে না।
অভিযুক্ত যুবলীগ নেতা মাসুদ রানা লেবু বলেন, মামলা তুলে নিতে কোন ধরনের হুমকি দেওয়া হয়নি। মামলা আদালতে চলমান রয়েছে আদালতে প্রমাণ হবে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন,’বাদী এবং আসামির বাড়ি একসাথেই। আগের মামলার ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আদালতে পাঠিয়ে দিয়েছি। থানায় জিডি করেছেন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post