কুষ্টিয়া প্রতিনিধি:
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন , সরকার এই মুহুর্তে বৈশ্বিক সংকট মোকাবেলা করায় মনোযোগ দিয়েছে।জনগনের এই কষ্ট দূর করতে শেখ হাসিনার সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে।
শনিবার সকাল ১০টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ইনু বলেন, এই রকম সংকটকালে আমরা আশা করেছিলাম যারা সরকারের সমালোচনা করছে, সরকার অদল বদলের হুংকার দিচ্ছে তারা সংকট মোকাবেলায় একটি গঠন মূলক প্রস্তাব দেবেন। তা না করে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টি দু:খজনক।
জাসদ সভাপতি ইনু আরো বলেন, এখন নির্বাচন ও সরকার অদল বদল নিয়ে মাতামাতি করার সময় নয়, এখন সংকট মোকাবেলা করার সময়, সরকার সেই কাজটাই করছে। রাজনৈতিক নৈরাজ্য কোন সমাধান নয় বরং জনগনের দূর্ভোগ আরো বাড়াবে। যারা সমালোচনা করছে তারাতো অতীতে ক্ষমতায় ছিলেন, তারা তো কেউ ফেরেস্তা নয়, তাদের কাছে কোন জাদুর কাঠিও নেই। তারা ক্ষমতার পিছনে ছুটছেন কিন্তু জনগনের দূর্ভোগের ধার ধারেন না।
পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং সমস্যা দূর করার আশ্বাস দেন। পরে উপজেলা হাসপাতাল ব্যবস্থপনা কমিটির সভায় যোগ দেন ।
এসময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ হাসপাতাল ব্যবস্থপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post