কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে নিজ ঘর থেকে রাকিবুল ইসলাম (১৪) নামের এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের রায়পুর গ্রামের ওই ছাত্রের নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
রাকিবুল ওই গ্রামের ব্যবসায়ী সানোয়ার হোসেনের ছেলে ও জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে ওই ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ বলছে ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
স্বজনরা জানায়, রাকিবুলের পিতা ব্যবসায়ের কাজে বাইরে থাকেন। মা গত রোববার বড় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন। বাড়িতে রাকিব একাই ছিলো। রোববার রাত ৯ টার দিকে রাকিব নিজকক্ষে ঘুমিয়ে পড়ে। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে তাঁর চাচী রোজিনা খাতুন তাকে খাবার দিতে গিয়ে শয়নকক্ষ বন্ধ দেখতে পেয়ে ভিতরে গিয়ে আঁড়ার সাথে রশিতে ঝুলতে দেখে চিৎকার করে উঠেন। তবে কি কারণে রাকিব আত্মহত্যা করেছে বা কি ঘটছে তা জানেনা স্বজনরা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘ খবর পেয়ে নিজ ঘর থেকে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে প্রেমে ব্যর্থ হয়ে ওই ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।’
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post