ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে কম্পিউটার কাম অফিস এ্যাপ্লিকেশন ও ড্রাইভিং প্রশিক্ষানার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বহুমুখী মানব কল্যাণ সংস্থার ঝিনাইদহ কার্যালয়ে সার্টিফিকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জোয়াদ আলী।
বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক বিপুল আশরাফের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, ঝিনাইদহ সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক শেখ আবদুল লতিফ।
বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী পরিচালক আবদুল্লাহ আল সামি।
সেসময় আরো উপস্থিত ছিলেন সংস্থার ঝিনাইদহ প্রজেক্ট কো অডিনেটর তাপস কুমার পাল, চুয়াডাঙ্গা প্রজেক্ট কো অডিনেটর নাঈম সরোয়ার, মাগুড়া প্রজেক্ট কো অডিনেটর রফিকুল ইসলাম প্রমুখ।
অতিথিরা জেলায় ড্রাইভিং কাম অটো মেকানিকস এবং কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সের ১০ টি ব্যাজের ৩০০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও সন্মানী প্রদান করেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post