কুষ্টিয়া দৌলতপুর উপজেলা শশীধরপুর গ্রামের শাহিন জোয়ার্দারের ছেলে কৃষক রাসেলের তিন বিঘা জমির রোপনের জন্য দেয়া ফুল কফির চারা মঙ্গলবার দিনগত রাতে কেটে দিয়েছে দূর্বৃত্তরা।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, আমরা কৃষক, কৃষি আমাদের প্রধান কাজ আর রাতের আধারে যদি কৃষকের সেই ফসল কেটে নষ্ট করে এর থেকে কষ্টের বা লজ্জার আর কিছু থাকেনা। তাই আমরা এই ঘটনার তদন্ত করে কঠিন বিচার দাবি করছি।
এ বিষয়ে রাসেদ বলেন, আমি খুব কষ্ট করে এই কফির চারা তৈরি করেছি। দুই এক দিনের ভিতরে জমিতে চারা লাগাবো,তিন বিঘা জমি আমি প্রস্তুত করেছি । গত কাল বিকালে চারা দেখে মাঠে থেকে বাড়িতে গেছি সকালে এলাকাবাসী খবর দিলে জানতে পারি আমার কফির চারা কেটে দিয়েছে। পূর্ব শত্রুার কারনে আমার এই চারা কেটেছে। যারা চারা কেটেছে তাদের কঠিন বিচার দাবি করছি।
এ বিষয়ে বিট অফিসার এস আই সেলিম রেজা বলেন, ঘটনাটি শুনেছি লিখিত অভিযোগ হলে এই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Discussion about this post