কুষ্টিয়া প্রতিনিধি॥ ২৪নভেম্বর,২০২২॥ কুষ্টিয়ায় জঙ্গীবাদ বিরোধী দিবস পালনে উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসীদের হামলা,ভাংচুর মারধরসহ বাউল সাধুদের উচ্ছেদ তৎপরতার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের এনএনএস রোডস্থ পাবলিক ল্ইাব্রেরীর সামনে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচীতে সভাপতিত্ব করেন, সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়ার সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। এই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে নানা শ্রেনীপেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ সংহতি জানিয়ে অংশ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বিশিষ্ট গবেষক ও লেখক এ্যাডঃ লালিম হক,সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কারশেদ আলম,কবি ও লেখক আলম আরা জুঁই, মানবাধিকার কর্মী সৈয়দা হাবিবা, নদী পরিব্রাজক দলের সভাপতি খলিলুর রহমান মজু, বীরমুক্তিযুদ্ধা রবীন্দ্রনাথ সেন, বাসদ নেতা কমরেড শফিউর রহমান শফি, ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড ফজলুল হক বুলবুল, কমরেড হাফিজ সরকার, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ সোহেলী পারভীন ঝুমুর, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন সরকার, সাংবাদিক হাসান আলী, লেখক আক্তারুজ্জামান চিরু,জেলা জাসদের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মুকলু, সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব শরিফ বিশ্বাস, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান হাসিবুর রহমান তামিম, প্রবীন হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, অধ্যাপক আমিরুল ইসলাম, এ্যাডঃ সাইফুর রহমান সুমন, এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি এস এম রুশদী, শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস, এ্যাডঃ তোফাজ্জেল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নেতা কনক চৌধুরী।
এল//দৈনিক দেশতথ্য//নভেস্বর ২৪,২০২২//

Discussion about this post