নওগাঁয় সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার রাত ৯টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সহযোগিতায় নওগাঁ ডায়াবেটিকস সমিতি এই সেমিনারের আয়োজন করে।
নওগাঁ ডায়াবেটিকস সমিতির সভাপতি জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সেমিনারে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকারের উপ-সচিব উত্তম কুমার রায়।
সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিকস সমিতি ঢাকা’র প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক প্রফেসর এ কে আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এ কে এম ফজলে রাব্বী, নওগাঁ হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ জাহিদ নজরুল চৌধুরী এবং রাজশাহী ডায়াবেটিক এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর মোঃ ফজলুর রহমান।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা’র স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রাক্তন প্রধান প্রফেসর ডাক্তার আব্দুল কাদের আকন্দ ও বার্ডেম জেনারেল হাসপাতালের এনডোক্রাইনোলজি বিভাগের প্রফেসর মোঃ ফারুখ পাঠান।
ডাঃ এচাহাক আলী’র সঞ্চালনায় আনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ ডায়াবেটিক সমিতি’র সহ-সভাপতি সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হক ও সাধারন সম্পাদক মোঃ আব্দুস সালাম।
সেমিনারে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান সমূহের চিকিৎসকবৃন্দ, ডায়াবেটিক সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, বিএমএ ও স্বাচিব-এর সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিগণ অংশগ্রহন করেন।
এর আগে নওগাঁ ডায়াবেটিক সমিতি হাসপাতালে এসব দেশবরেন্য চিকিৎসক স্বল্প ফি’তে সাধারন মানুষের দিনব্যপী চিকিৎসা প্রদান করেন।

Discussion about this post