কুষ্টিয়ার খোকসা উপজেলায় ওসমানপুর গ্রাম থেকে কুষ্টিয়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব।
২৬ নভেম্বর শনিবার রাত ১২ টা ৩০ মিনিটের সময় অভিযান পরিচানা করে শুটারগান ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন ওসমানপুর গ্রামে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১টি ওয়ান শুটারগান এবং ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত জব্দ করে খোকসা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন,কুষ্টিয়ার খোকসা উপজেলায় ওসমানপুর গ্রাম থেকে ১ টি শুটারগান ও ২ টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এমন অভিযান চলমান থাকবে।

Discussion about this post