কুষ্টিয়া কুমারখালীতে ২০২২-২৩ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বসত বাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান প্রদর্শনীর কৃষকের মাঝে সার বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে ২৯ শে নভেম্বর বেলা ১১ টায় কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সার বীজ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবাশীষ কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সার বীজ ও কৃষি উপকরণ বিতরণ করেন উপ- পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার কৃষিবিদ ডঃ হায়াত মাহমুদ।
এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাইসুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার স্বপন কুমার সিংহ, উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদুল আলম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি অফিসের সকল উপসহকারী কর্মকর্তা, কর্মচারী ও উপকারভোগী কৃষক বৃন্দ। এ সময় উপজেলায় ২৮৭ জন কৃষকের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।

Discussion about this post